আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

ছাত্রলীগের `শুভেচ্ছাবার্তা`কে ঘৃণাভরে প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়ন

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, রাত ০৯:২৩

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 'শুভেচ্ছাবার্তা'কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ছাত্র ইউনিয়ন (একাংশ)। একইসাথে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রলীগের অব্যাহত প্রোপাগান্ডার বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এক যৌথ বিবৃতিতে এই প্রত্যাখ্যান জানান।

এর আগে রোববার বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক ভেরিফাইড পেইজে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে 'শুভেচ্ছাবার্তা' জানানো হয়।

এদিকে এই 'শুভেচ্ছাবার্তা'কে প্রত্যাখ্যান জানিয়ে বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের উপর অপরিসীম নিপীড়ন চালিয়েছে ছাত্রলীগ। ক্যাম্পাসে ক্যাম্পাসে হল দখল, হত্যা, অস্ত্রের প্রদর্শন ও ব্যবহার, মাদক সিন্ডিকেট, টেন্ডারবাজী থেকে শুরু করে গণধর্ষণের মত নিকৃষ্ট ঘটনায় সরাসরি লিপ্ত ছিল ছাত্রলীগ। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচারী হাসিনা সরকারের ভয়াবহতম গণহত্যায় সরাসরি লিপ্ত ছিল সংগঠনটি।

বিবৃতিতে তারা আরও বলেন, গত দেড় দশক ধরে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের সংগ্রাম লাগাতারভাবে স্বৈরাচারের ভিত্তিকে নড়বড়ে করেছে। ক্যাম্পাসগুলিতে ছাত্রলীগের স্বৈরাচারী ও সন্ত্রাসী আচরণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং বিরাজনীতি করণের ধারা ভাঙতে গিয়ে অসংখ্য হামলা-মামলা-নিপীড়ন সহ্য করে মাঠে থেকেছে ছাত্র ইউনিয়ন।

ছাত্রলীগের এই 'শুভেচ্ছাবার্তা' রাজনীতিতে বৈধতা খুঁজে পাওয়ার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করে তারা আরও বলেন, গত ১৬ বছরের স্বৈরাচারী কর্মকাণ্ডের মাধ্যমে দেশবাসী দ্বারা ছাত্রলীগ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ তাদের নেই।

মন্তব্য করুন


Link copied