নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) অনলাইন কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার দুপুর ১ টা ৪০ মিনিট থেকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে এ সভা শুরু হয়।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন পার্টির তথ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু। এতে অংশ নিয়েছেন ৩০-৪০ জন।
বৈঠকে আরো উপস্থিত আছেন- জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, আতিকুর রহমান আতিক, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।