আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না: আইজিপি

বুধবার, ১৮ জুন ২০২৫, রাত ১০:৫০

Advertisement

নিউজ ডেস্ক:  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারণ এটি মনোযোগে বিঘ্ন ঘটায় এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।

বুধবার (১৮ জুন) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মে ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট। জনগণ ডিএমপির কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সেবার প্রত্যাশা করে। থানা এলাকায় মোবাইল ডিউটি, গার্ড ডিউটি কিংবা কূটনৈতিক দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। জনগণকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপির প্রতিটি সদস্যকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেকোনো অপরাধ ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেফতারের হার বাড়াতে হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশসহ সকল ইউনিটকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে। এ লক্ষ্যে নির্বাচনী দায়িত্ব শতভাগ নিরপেক্ষভাবে পালন করতে হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশ সদা প্রস্তুত থাকবে।

মাসিক এই সভায় মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

মন্তব্য করুন


Link copied