স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে খগাখরিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেপ্তার করা হয়।
বুধবার(২৫ ডিসেম্বর) রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নে টুনিরহাট গ্রামের মিন্টুর ভগ্নিপতির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ারুল হক সরকার মিন্টু নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক আওয়ামীলীগের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, গোপন তথ্য পেয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ারুল হক সরকার মিন্টু ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
পুলিশের সূত্র মতে, জামায়াত বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা, মামলা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল, জমি দখল মামলায় নামীয় আসামী তারা। সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ যে, আনোয়ারুল হক সরকার মিন্টু চলতি বছরের ৮ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া মিন্টু ২০১৯ সালের ২রা অক্টোবর ডিমলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিন্টুর চাচাতো বড় ভাই নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সাবেক এই সংসদ সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় থেকে পলাতক রয়েছেন। পুলিশ সুত্র মতে তারা একাধিক মামলার পলাতক আসামী।