আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

ডিমলায় রাস্তা সংস্কারের কাজে অনিয়ম, উঠে যাচ্ছে কার্পেটিং ॥ এলাকাবাসীর প্রতিবাদ

রবিবার, ১৯ মে ২০২৪, রাত ১১:৫৬

Advertisement

বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউপি থেকে কালিগঞ্জ বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়ক সংস্কারের কার্পেটিং (পিচ ঢালাই) দুইদিন পরেই উঠে গিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ অব্যাহত রাখার প্রতিবাদে এলাকাবাসী গত দুইদিন ধরে নির্মাণাধীন সড়কে মানববন্ধন করে। অপর দিকে প্রতিবাদ করায় উল্টো এলাকাবাসীর নামে চাঁদাবাজির অভিযোগ দিয়ে পুলিশি হয়রানি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইসচার্জ (ওসি) দেবাশীষ রায় সাংবাদিকদের বলেন, রাস্তা সংস্কারের কাজে কোনো বাধা না তাই এলাকাবাসীদের কাজ চলমান রাখার জন্য বলা হয়েছে। কোনো ধরণের হুমকি বা হয়রানি করা হয় নি এলাকবাসীদের। 
এদিকে রাস্তা সংস্কারের এ ব্যাপারে ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বলেন, কাজে তো অনিয়ম আছেই। এক পর্যায়ে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এর জন্য কি আমরা ঠিকাদারের সঙ্গে মারামারি করব? অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। নির্দেশনা দিলে আমরা পদক্ষেপ নেব। 
রবিবার(১৯ মে) সরেজমিনে গিয়ে জানা যায়, ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার ৩০০ মিটার সড়কটির সংস্কার কাজ পেয়েছেন জামান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি মূল ঠিকাদার করছেন না। কাজটি বিক্রি করা হয়েছে নাসিমুল একরাম সুমন নামের আরেক সাব ঠিকাদারের নিকট।
স্থানীয়রা অভিযোগ করে জানায়, ছয় মাস আগে রাস্তাটির সংস্কারকাজ শুরু হয়। গত সোমবার (১২ মে) রাস্তাটির কার্পেটিং শুরু করেন ঠিকাদার। কিন্তু দুইদিনের মাথায় বুধবার (১৪ মে) থেকেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। আমরা তো কাজের মান ভাল চাইবো। কিন্তু ঠিকাদার এলজিইডির প্রকৌশলীদের সঙ্গে মিলে নিম্নমানের ও কম সামগ্রী দিয়ে রাস্তাটি সংস্কার করছেন। ধূলিমিশ্রিত স্থানীয় পাথর, নি¤œমানের বিটুমিন ব্যবহারের সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। ঠিকাদার রাস্তার অনেক স্থানে ইটের খোয়ার পরিবর্তে মাটিও ব্যবহার করেছেন বলে অভিযোগ তাঁদের। এ ছাড়া দরপত্রে সড়কের প্রস্থ ১০ ফুট থাকলেও করা হচ্ছে ৯ ফুট ৯ ইঞ্চি।
নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে সাব-ঠিকাদার নাসিমুল একরাম সুমন সাংবাদিকদের বলেন, আমি তো সেখানে যাই না। এলজিইডির লোকজনের উপস্থিতিতে রাস্তা কার্পেটিং ও সংস্কার করা হয়। থানা ইঞ্জিনিয়ার (উপজেলা প্রকৌশলী) ও অফিসের লোক সিদ্দিককে (উপসহকারী প্রকৌশলী) বলে দিয়েছি আপনারা দেখে নিয়ে কাজ করেন। 
এ বিষয়ে নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্ত করা করা হবে। কাজে অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন


Link copied