নিউজ ডেস্ক: আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং সদ্য দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি একইদিনে এবং কাছাকাছি সময়ে হওয়াতে তারেক রহমানের সূচিতে পরিবর্তন হওয়ার আভাস পাওয়া গেছে।
বিএনপির ঘোষণা অনুযায়ী, এদিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তারেক রহমান। এ জন্য তিনি সশরীর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যেতে পারেন। দলের পক্ষ থেকে ওই দিনই ভোটার হতে তিনি সব কাজ করবেন বলে জানিয়েছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ক্যাম্পাসে যাবেন তিনি।
সে অনুযায়ী ওইদিন দুপুরের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কথা। তবে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুটি কর্মসূচি একইদিনে এবং কাছাকাছি সময়ে হওয়ার বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য সকাল ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য আসতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
‘আমাদের টার্গেট থাকবে বেলা ১২টার মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সূচিটি সম্পন্ন করা। এরপর সেটি শেষ হলে দুপুরের পর ভর্তি পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না।’
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ আগামী শনিবার নির্ধারণ করা হয়।