আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

তিন মামলায় আইভীর জামিন নাকচ

সোমবার, ২ জুন ২০২৫, বিকাল ০৭:৩৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক সিটি মেয়র আইভীর জামিন নাকচ করেছে আদালত।

সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালত জামিন আবেদন নাকচ করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের তিন সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর নাদিম হত্যাচেষ্টা এ তিনটি মামলায় আইভীর জামিন নাকচ হয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলাগুলোর এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার নাম নেই। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন বলেন, তিন মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

 

গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে  আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন


Link copied