আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

তেহরানে বিস্ফোরণ, বিমানবন্দরে আগুন

শনিবার, ১৪ জুন ২০২৫, দুপুর ১০:০২

Advertisement

নিউজ ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভোরের দিকে শহরের বিভিন্ন অংশে এই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে দেখা যায়, তেহরানের আকাশে দুটি বড় ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে। শহরের ঠিক কোন কোন এলাকায় বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম এবং ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি।

তাসনিম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, বিমানবন্দরের একটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।  

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তা বিস্ফোরণগুলোর সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।

তেহরানে একাধিক বিস্ফোরণ ও বিমানবন্দরে আগুন— এই দুটি ঘটনার সময়কাল কাছাকাছি হওয়ায় উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান। এরপর ইরান ইসরায়েলে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

মন্তব্য করুন


Link copied