আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

দিনাজপুরে একই পরিবারের দুইজন করোনায় আক্রান্ত

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, রাত ১০:০৮

Advertisement Advertisement

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে আরও একই পরিবারের দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সম্পর্কে ভাই-বোন। এ নিয়ে গত তিনদিনে দিনাজপুরে পাঁচজন করোনা রোগী শনাক্ত হলো।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের বুথে এই পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
আক্রান্তরা সদর উপজেলার শশরা ইউনিয়নের হুগলিপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায, বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে ১২ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের বয়স ১৫ ও ২২ বছর।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক রিপোর্টে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে দিনাজপুরে তিনদিনে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মন্তব্য করুন


Link copied