আর্কাইভ  বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ● ৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

দিনাজপুরে পলাতক আসামি গ্রেফতার

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, বিকাল ০৬:২৫

Advertisement

নিউজ ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট পুলিশ ও র‌্যাব-১ যৌথ অভিযানে সাগর দাস আকাশ নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সাগর দাস ওরফে আকাশ ওরফে সৌরভ (২৭) ঘোড়াঘাট পৌরসভার ঘাটপাড়া এলাকার বাসিন্দা। আদালতের দেয়া সাজা থেকে বাঁচতে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আসামি সাগর দাস ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পুলিশের হাতে হিরোইন বিক্রির সময় আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় ৩বছর আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে তখন থেকেই পলাতক ছিলেন তিনি। এরপর আদালতে দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চলতি বছরের মার্চ  মাসে এ সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। 
একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক সত্যতা নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক (এসআই) আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল ও র‌্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied