আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দুর্ঘটনায় পরিবারের সবার মৃত্যু, বেঁচে আছে শুধু ছোট্ট প্রেমা

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, দুপুর ০৪:২৩

Advertisement

নিউজ ডেস্ক: পরিবারের সঙ্গে ঈদ করার কথা বড় ভাইকে জানিয়েছিলেন শামীম ফকির। একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মস্থলে ফেরার কথা ছিল তার। পরে বাড়িতে যাওয়া বাতিল করে অফিসের সহকর্মীদের সঙ্গে কক্সবাজার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। 

বুধবার সড়ক পথে দুর্ঘটনায় শামীমসহ তাঁর পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। পাঁচজনকে হারিয়ে স্বজনরা শোকাহত। পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় শামীমদের বাড়িতে চলছে শোকের মাতম।

গতকাল রাতে নিহত শামীম ফকিরের ভাতিজা পারভেজ ফকির বলেন, চাচা কয়েক বছর ধরে পরিবার নিয়ে বাড়িতে আসার কথা বললেও শেষ পর্যন্ত আসতে পারেন না। এ বছর একইভাবে ঈদের আগে পরিবার নিয়ে বাড়ি আসার কথা জানিয়েছিলেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে চাচা মুঠোফোনে ভিডিও কল দিয়ে বাড়ির সবার সঙ্গে কথা বলেন। সেই কথাই যে শেষ কথা হবে কে জানত!

 গতকাল (২ এপ্রিল) সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চুনতি জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে শামীম ফকির (৪০), তাঁর স্ত্রী সুমি আক্তার (৩৪), মেয়ে আনিসা ও ৪ মাস বয়সী ছোট্ট মেয়ে, বোনের মেয়ে তানু মারা যায়। 

নিহত শামীমের আরেক মেয়ে প্রেমা (১৩) গুরুতর আহত হয়ে বর্তমানে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

নাদিরা আক্তার নামের এক স্বজন বলেন, দুর্ঘটনায় একটি পরিবারের সদস্যদের একসঙ্গে এভাবে মৃত্যুর ঘটনা এলাকায় কখনো আগে ঘটেনি। আমরা এখন ভাবছি, শামীমের মেয়েটা একা কিভাবে বাঁচবে?

শামীম ফকির দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শামীম ফকিরের ভাই আসলাম ফকির বলেন, বুধবার বিকেলে আমি ভাইয়ের মৃত্যু খবর পাই। মঙ্গলবার রাতে যে ভাইয়ের সঙ্গে শেষ কথা হবে তা কখনো ভাবিনি।

পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান জানান, ঘটনাটি তাঁরা শুনেছেন। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

মন্তব্য করুন


Link copied