আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা হামজা-জামালের

সোমবার, ৩১ মার্চ ২০২৫, দুপুর ০৪:৫৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বাংলাদেশে আজ (সোমবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দিনটি উদযাপনে ব্যস্ত বাংলাদেশি ফুটবলাররা। পরিবারের সঙ্গে বিশেষ এই দিনটি কাটাচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। ইংল্যান্ডে অবস্থান করা হামজা চৌধুরী এবং বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, দুজনই ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিওবার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা ও জামাল। ভিডিওতে হামজা বলেন, "আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশা-আল্লাহ।"

অন্যদিকে, জামাল ভূঁইয়া তার বার্তায় বলেন, "ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।"

ঈদের আমেজ শেষে আবারও মাঠের লড়াইয়ে ফিরতে হবে জাতীয় দলের ফুটবলারদের। সম্প্রতি ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে গোলশূন্য ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে জামাল না থাকলেও, অভিষেকেই নজর কেড়েছেন হামজা চৌধুরী।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ ১০ জুন, ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচ খেলতে আবারও দেশে ফিরবেন হামজা। অন্যদিকে, স্থানীয় ফুটবলাররা এরই মধ্যে ঘরোয়া ফুটবল লিগে ব্যস্ত হয়ে পড়বেন।

এই ঈদে ফুটবলপ্রেমীদের জন্য শুভকামনা জানিয়ে হাসিমুখেই সময় কাটাচ্ছেন জাতীয় দলের এই দুই তারকা।

মন্তব্য করুন


Link copied