কিন্তু ডিমের দাম কমলেও বাকি ছয় পণ্যের দাম কমেনি আশানুরূপ। কমার বদলে উল্টো বেড়েছে কোনো কোনোটির দাম। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং শুল্কছাড়ের পণ্য এখনো দেশে আসেনি তাই দাম কমছে না। যদিও এটি পুরোপুরি সত্য নয়। এদিকে অনেক ব্যাংক থেকে নগদ টাকা তুলতে পারছে না গ্রাহক। নিজের জমানো টাকা তুলতে গেলেও গ্রাহককে বিভিন্ন ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে। শুধু নগদ টাকাই নয়, আরটিজিএস ও বিএফটিএনের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও জটিলতা দেখা দিচ্ছে টাকার অভাবে। এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকাশ্যে ছিনতাই, ডাকাতি, হামলা, খুন, ধর্ষণসহ নানা অপরাধে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, গত সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসে সারা দেশে হত্যাকা ঘটেছে ৫২২টি। ধর্ষণ, ডাকাতি, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ২৫ হাজার ৪৫৬টি।
গত রবিবার উত্তরা ৪ নম্বর সেক্টরের এক বাসিন্দাকে ফোন করে শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের পক্ষে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে গোটা পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়। এভাবে ফোন করে চাঁদাবাজি চলছে এখন সারা দেশে।
স্বাস্থ্য খাতে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃত্যু হয়েছে ৫০৪ জনের। হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় সাড়ে ৯৩ হাজার ডেঙ্গু রোগী। অনেকে বাসায় চিকিৎসা নিয়েছে। রাজধানীতে কারণে-অকারণে যানজট লেগেই থাকে। বড় কোনো জমায়েত হলে যানজটে অচল হয়ে পড়ে ঢাকা। দিনভর দুর্ভোগ পোহাতে হয় মানুষকে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া বলেন, ‘মানুষ এখন অনেক কষ্টে আছে। দিনদিন এসব সমস্যা প্রকট হচ্ছে। সরকার বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে। এর পরও দাম কমেনি। সবজির দাম কিছুটা কমলেও ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি। এ সময়ে চালের দাম বাড়ার কথা নয়। অথচ চালের দাম অত্যধিক বেড়েছে। এ ছাড়া পিঁয়াজ-আলুর দাম কমেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও ভালো না। টিসিবির ট্রাক সেলে কিছু কিছু লোক পণ্য পায়, বহু মানুষ পায় না। সার্বিকভাবে বলতে গেলে ভোক্তারা সীমাহীন কষ্টে আছে।’