স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা ইউনিটের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনোকে আহ্বায়ক ও এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীবকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আরেফিন চৌধুরী, সদস্য মিজানুর রহমান চৌধুরী, আবু সাঈদ আতাউর রহমান, এস এম হারেস মর্তুজা বাবুল, এস এম ওবায়দুর রহমান, মিসেস সাইফুন নাহার, শাহ মোঃ ফারুক হোসেন সোহাগ, কাজী ফয়জুল হক শিশির, কাজী আখতারুজ্জামান জুয়েল, মোছাঃ ছাইফুন নাহার, রবিউল আলম আহসান প্রামাণিক ।
বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা উল্লেখ করা হয়।