স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে বৃহস্পতিবার(৭ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ। পুলিশ প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার মো. গোলাম সবুর। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সাম্পাদক ওয়াদুদ রহমান। সবশেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।