স্টাফরিপোর্টার,নীলফামারী॥ টাকার প্রলোভন দেখিয়ে শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক তপন চন্দ্র রায়কে(২৮) গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ। সোমবার(১৩ নবেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তপন চন্দ্র রায় জেলা সদরের হরতকীতলা ঘোনপাড়া এলাকার বিরেন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, তপন চন্দ্র রায় কিছুদিন ধরেই শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে টাকা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২ নবেম্বর রাতে তপন চন্দ্র রায় একই এলাকার শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশ্ববর্তী নির্মাণাধীন টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে প্রতিবন্ধী কিশোরী তার দাদীকে বিষয়টি জানালে কিশোরীর মা বাদি হয়েছে সদর থানায় অভিযোগ দায়ের করেন।
নীলফামারী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, অভিযুক্ত আসামী তপন চন্দ্র রায় আদাতলতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার(১৪ নবেম্বর) দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।