স্টাফরিপোর্টার,নীলফামারী॥ “অর্ন্তভুক্তিমুলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার(১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
সদর উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা জগন্নাথ রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সিসি) ডাঃ রোখসানা বেগম।
এসময় বক্তারা বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহবান জানান। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে নয় ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য নয়জনকে পুরষ্কৃত করা হয়।
এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতির্ময় রায়, কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির সহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নীলফামারীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে নীলফামারী সদর উপজেলা, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে বোড়াগাড়ি ইউনিয়নের জবা রানী কনিকা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে খগাখড়িবাড়ি ইউনিয়নের জুবায়ের হোসেন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে কচুকাটা ইউনিয়নের আকতার জাহান, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে জলঢাকার ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের শাখাওয়াত হোসেন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে মাগুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা(ক্লিনিক) হিসেবে মেরী স্টোপস ক্লিনিককে সম্মাননা স্মারক এবং সনদ পত্র প্রদান করা হয়।