আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, রাত ০৮:৫২

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সংগলশী হাজীপাড়া আলিম মাদরাসার চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৬ জুলাই) দুপুরে ওই ভবনের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।  প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,‘এ দেশটা সবার। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের। মহান মুক্তিযুদ্ধে সবাই অংশ গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের সমান অধিকার নিশ্চিত করেছেন। 
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল জাকি স্টালিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ। 
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়। আধুনিক মানসম্মত নানা সুযোগ সুবিধা রয়েছে এই ভবনে।

মন্তব্য করুন


Link copied