আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

নীলফামারীতে শুরু হলো জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী ম্যাচে জয়ী নীলফামারী পৌরসভা

শুক্রবার, ২০ জুন ২০২৫, বিকাল ০৭:৩১

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে,তারুণ্যের উৎসব প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে চারটায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (বড় মাঠ) এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান। 
উদ্বোধণী ম্যাচে নীলফামারী পৌরসভা ফুটবল দলটি ডিমলা উপজেলা ফুটবলদলকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইল নিশ্চিত করে। দলটির পক্ষে আল-আমিন ২টি, দীপক ও আবু সাঈদ ১টি করে গোল করে। প্রথম দিনের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন নীলফামারী পৌরসভা দলের আল-আমিন। 
এরআগে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন প্রভাব ফেলবে। আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে যার যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী সেনাক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম সহ জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রমুখ উপস্থিত ছিলেন। 
এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে জেলা শহরের নৃত্যালয়ের শিল্পীদের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। এছাড়াও ছিলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর মাদক বিরোধী র‌্যালি। 
আয়োজকরা জানান, এ ও বি দুটি গ্রুপে চারটি করে মোট ৮টি ফুটবল টিম নিয়ে এবারই প্রথম নীলফামারীতে শুরু হলো জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫। জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর স্পন্সার করছেন অংকুর সীড এন্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ও সেলিম ফাউন্ডেশন। 
আগামীকাল শনিবার (২১ জুন) মুখোমুখি হবে কিশোরীগঞ্জ উপজেলা ফুটবল দল বনাম সৈয়দপুর উপজেলা ফুটবল দল। রবিবার (২২ জুন) সৈয়দপুর পৌরসভা ফুটবল দল বনাম নীলফামারী সদর উপজেলা ফুটবল দল। সোমবার (২৩ জুন) জলঢাকা উপজেলা ফুটবল দল বনাম ডোমার উপজেলা ফুটবল দল। এসব দলের মধ্যে যারা জয়লাভ করবে তাদের মধ্যে এ ও বি গ্রুপের চারটি দল নিয়ে ২৬ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে সেমিনাইল। এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৫০হাজার এবং রানার আপ দল প্রাইজ মানি হিসেবে পাবে ৩০হাজার টাকা। তিনি আরো বলেন, উৎসব মুখর এবং দর্শক মাতানোর জন্য প্রত্যেক দল জেলার বাহিরে থেকে দেশী ও বিদেশী মিলে ৩জন খেলোয়ার নিতে পারবে। 

মন্তব্য করুন


Link copied