আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও পণ্য মেলা

শনিবার, ২ জুলাই ২০২২, বিকাল ০৭:০৯

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) তাঁত শিল্প ও পণ্য মেলা। শনিবার বিকালে শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার ভাচ্যুয়ালী ভাবে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর উদ্বোধন করেন। এ সময়  মেলার প্রধান গেটে পায়রা, বেলুন উড়িয়ে এবং ফিতাকাটেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোখলেছুর রহমান।

মেলায় জেলা থেকে শিল্পপন্যের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। খাবার ও বিভিন্ন ধরণের পণ্যের প্রায় ১শর বেশি স্টল রয়েছে। মেলায় প্রথম দিন বিকাল থেকে দর্শনার্থীদের ভীড় বাড়তে থাকে। উৎসবমূখর পরিবেশেই মাসব্যাপী এই মেলা চলবে মনে করছেন আয়োজকরা।

নীলফামারী পুনাকের জেলা সভাপতি তাসমিয়া জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার প্রমুখ।

মেলার প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দেশীয় তাঁত শিল্পের বিকাশ ও এ শিল্পের উৎপাদিত পণের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটাতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ওই মেলার আয়োজন করে। চলতি জুলাই মাস ব্যাপী পুনাক এর মেলায় মিলবে, নকশিকাঁথা, হাতের কাজ করা থ্রিপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি অর্নামেন্টসহ বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ধরণের রাইড। মেলার অন্যতম আকর্ষণ ডান্সিং পানির ফোয়ারা।

মন্তব্য করুন


Link copied