আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

নীলফামারীতে ১৯৭৬৬টি সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করেছে কমিউনিটি পুলিশিং ফোরাম

শনিবার, ৪ নভেম্বর ২০২৩, বিকাল ০৬:৩৮

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলার ৬ উপজেলা ও ৪টি পৌরসভা এলাকায় গত এক বছরে চার হাজার ৫০৯টি বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তি করেছে কমিউনিটি পুলিশিং ফোরাম। এরমধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ ১ হাজার ২৫৩টি, টাকা লেনদেন বিরোধ ৩৭৯টি, স্বামী স্ত্রীর কোন্দল ৪৪১টি, মারামারি বিরোধ ৭০৩টি, পারিবারিক বিরোধ ৬৩২টি, অন্যান্য বিরোধ ১ হাজার ১০১টি নিস্পত্তি করা হয়। এ ছাড়া কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন মামলার ৩২৯ জন পলাতক আসামীকে পুলিশ গ্রেপ্তার ও ১৯ হাজার ৭৬৬টি সামাজিক সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা সহ মোট ২৪২ করা হয়।
শনিবার(৪ নবেম্বর) নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন উপলক্ষে এই চিত্র তুলে ধরেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। 
"পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমীতে চত্বরে বেলুন উড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এতে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা তাহমিন হক ববি, নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে প্রাপ্ত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুর ইসলামকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied