স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নিষিদ্ধ ২০হাজার পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানিক দল। মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কস্থ এসএ পরিবহণের সামনে অভিযান পরিচালনা করে এই ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এন্তাজুল ইসলাম(৩৫) সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য ৬০লাখ টাকা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্তাজুলের কাছে থাকা প্ল্যাস্টিকের বস্তা তল্লাসী করি আমরা। এ সময় বস্তা থেকে নিষিদ্ধ ২০হাজার পিচ টাপেন্টাডল পাওয়া যায়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য ৬০লাখ টাকা। গ্রেফতার ব্যক্তি বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।