স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আগামীকাল রবিবার(৭ জানুয়ারি/২০২৪) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন। আগের দিন শনিবার(৬ জানুয়ারি) দুপুরের পর থেকে নীলফামারীর ৬ উপজেলা নিয়ে গঠিত চারটি আসনগুলোর উপজেলা সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে ৫৬৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে পৌছানো হয়।
তবে ভোটের ব্যালট পেপার কাল ভোটের দিন রবিরার ভোর ৬টার মধ্যে কেন্দ্র কেন্দ্রে পৌছে দেয়া হবে জানান জেলা প্রশাসক ও রির্টানীং কর্মকর্তা পঙ্কজ ঘোষ। তিনি বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলায় চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৪ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৩৮ হাজার ৮৭৫ ও পুরুষ ৭ লাখ ৫০ হাজার ৪৩০ এবং তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছে।