আর্কাইভ  সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫ ● ২৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
‘নিষিদ্ধের’ আতঙ্কে ১৪ দলের নেতাকর্মীরা

‘নিষিদ্ধের’ আতঙ্কে ১৪ দলের নেতাকর্মীরা

ঠাকুরগাঁও ব্যবসায়ীর জীবদ্দশায় নিজের জন্য কবর খনন

ঠাকুরগাঁও ব্যবসায়ীর জীবদ্দশায় নিজের জন্য কবর খনন

রক্তলাল হয়ে উঠবে চাঁদ, কখন দেখবেন এই মহাজাগতিক মুহূর্ত?

রক্তলাল হয়ে উঠবে চাঁদ, কখন দেখবেন এই মহাজাগতিক মুহূর্ত?

জাতীয় পার্টিকে নিষিদ্ধের চাপ নির্বাচন পেছানোর কৌশল

জাতীয় পার্টিকে নিষিদ্ধের চাপ নির্বাচন পেছানোর কৌশল

নেটিজেনদের কড়া জবাব দিলেন অহনা

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:৪৯

Advertisement

নিউজ ডেস্ক: দ্য মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। মেয়েকে নিয়েই এখন দিনের বেশির ভাগ সময়টা কাটে। মেয়ের কিসে ভালো হবে কী করলে খারাপ সেসবই এখন অহনার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আর তাই মেয়েকে আদর করা, ভালোবাসা প্রসঙ্গে যখন নেটিজেনরা নানা মন্তব্য করলেন টানতেই রীতিমতো মেজাজ হারালেন অভিনেত্রী।

সম্প্রতি অহনাকে নেটিজেনরা শেখাতে এসেছিলেন কিভাবে সন্তানকে আদর করতে হয় সেই বিষয়ে। অনেকেই প্রশ্ন করেছিলেন অহনাকে, ‘এভাবে গালটিপে, চুমু খেয়ে কেউ এত ছোট বাচ্চাকে আদর করে?’ ব্যস, নানা মন্তব্য এর আগে শুনলেও এটি শোনার পর রীতিমতো মেজাজ হারালেন অহনা। জবাবও দিলেন তিনি। একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অহনা বলেন, ‘আমার সন্তান।

আমি চুমু খাই, চটকাই, মারধর করি, সবটাই আমার ব্যাপার।’

মেয়েকে নিয়ে নানা মুহূর্তের অভিজ্ঞতা অহনা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। 

 

উল্লেখ্য, পুরো মাতৃত্বের জার্নিটা নিয়েই অভিনেত্রী নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। কেউ তাঁকে কটাক্ষ করেছেন কেউ আবার তাঁকে নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

তবে খারাপটা সরিয়ে রেখে ভালোটুকুই নিতে শিখেছেন বরাবর অহনা। তবে এদিন সন্তানকে নিয়ে নানা মন্তব্য সহ্য করতে না পেরে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন পর্দার ‘মিশকা’।

মন্তব্য করুন


Link copied