আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার শিকার মাদ্রাসা ছাত্রী, গ্রেফতার ২

শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২, বিকাল ০৭:৫২

Advertisement Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে দুই যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে মাদরাসা পড়ুয়া ৯ম শ্রেণীর এক ছাত্রী (১৪)। এ ঘটনায় ভিকটিমের বাবার দায়ের করা মামলা অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সকল আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে অভিযুক্তদের আদালতের মাধ্যেমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত গভির রাতে ওই দুই যুবককে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভিকটিমর বাবা। মামলার পরেই তৎপর হয়ে উঠে বোদা থানা পুলিশ। এর মাঝে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার সকালে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী পাড়া এলাকার আব্দুল সিদ্দিকের ছেলে ফিরোজ আলী (২৭) ও একই এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে মারুফ হোসেন (২১)। ভিকটিম মাদরাসা ছাত্রীর বাড়ি একই উপজেলার বড়শশী ইউনিয়নে।

মামলার এজহারে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভিকটিম মাদরাসা ছাত্রী মাদরাসায় প্রাইভেট পড়ে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকা থেকে সন্ধ্যার দিকে বাসায় ফিরছিল। একসময় বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সাকাতী পাড়া এলাকায় পৌছালে ফিরোজ ও মারুফ নামে ওই দুই যুবক তাকে স্থানীয় এক ব্যাক্তির চা বাগানে নিয়ে যায়। পরে সেখানে তারা ওই মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করলে তার চিৎকারে ফিরোজ ও মারুফ পালিয়ে যায়। পরে ভিকটিম মাদরাসা ছাত্রী বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়। পরে ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত গভির রাতে ওই দুই যুবককে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সুজয় কুমার রায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে তাদের আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ২২ ধারায় ওই মাদরাসা ছাত্রীর জবানবন্দী নেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত দুই যুবক তাদের দোষ শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied