আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫ ● ১৩ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য আফ্রিদির

নাটকের অন্যতম কারিগর ‘হারুন চাচা’
সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য আফ্রিদির

শ্যামাসুন্দরী ঘিরে আশার আলো

গলার কাঁটা অবৈধ দখলদার
শ্যামাসুন্দরী ঘিরে আশার আলো

সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

সেপ্টেম্বরে সংলাপ ফেব্রুয়ারিতে ভোট

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

পঞ্চগড়ে ব্যাংকে ডাকাতি করতে গিয়ে যুবক আটক

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, সকাল ০৯:৪০

Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতি করতে গিয়ে সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 
 
বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর বাজারের বাসস্টান্ডে এ ঘটনাটি এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলা এবং শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যাংকের ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্নও পাওয়া যায়।
 
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারের মাঝেই ব্যাংকটির অবস্থান। এ অবস্থায় ডাকাতির চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে, এবং একজন আটক হয়েছে।
 
তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবককে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন


Link copied