স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের দলিল লেখক মনোরঞ্জন রায় (৬৩) পরলোকগমন করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার(২৪ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন তিনি। মনোরঞ্জন রায় কালের কন্ঠ পত্রিকার নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিলের বড় ভাই ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার(২৫ আগষ্ট) দুপুরে হলহলিয়া গ্রামে পারিবারিক শ্বশানে তাঁর শেষকৃত্য হয়।