আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

পরীমণির হাতে ‘এস’, ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, দুপুর ০৩:২২

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। এদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছবি পোস্ট করেছেন পরীমণি। 

যে ছবিকে ঘিরে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। যদিও প্রেম বিয়ে নিয়ে বরাবরই অকপটে ছিলেন পরী। কখনোই কোনো লুকোছাপা করেননি। তবে এবার যেন কিছুটা সাবধানী এই অভিনেত্রী। প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা তার। 

তবুও আকার ইঙ্গিতে নানাভাবেই নিজের প্রিয় মানুষকে নিয়ে কথা বলছেন পরী। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসেও দিচ্ছেন ভালোবাসার বার্তা। সেসব দেখেই নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রেমিকের খোঁজে। 

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, মেহদি রাঙা হাতে এস লেখা রয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’

যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর। ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমণি আর শেখ সাদী প্রেম করছি কিন্তু বাঙালির সেটা এবার ধরে ফেলেছে।’ আরেকজনরে কথায়, ‘ছবি শেয়ার করে সাদীর নামের প্রথম অক্ষর লিখেছে, আমরা সব বুঝি।‘

মন্তব্য করুন


Link copied