আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

পার্বতীপুরে ৫পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ : প্রতিবাদে মানববন্ধন

শনিবার, ২৮ জুন ২০২৫, বিকাল ০৭:৩২

Advertisement

পার্বতীপুরে প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের গোয়ালপাড়া ৫টি পরিবার একমাত্র চলাচলের রাস্তা স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য নিরেন চন্দ্র রায় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন।

আজ ২৮জুন শনিবার দুপুর ১২টায় পার্বতীপুর মডেল থানায় ও উপজেলা প্রশাসনে দায়ের করা অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ৫টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন করছে ভুক্তভোগীরা, মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগীরা বলেন প্রায় এক শতাব্দী ধরে গোয়ালপাড়া মানুষজন যে রাস্তা দিয়ে কৃষিকাজ, পণ্য পরিবহন এবং বিদ্যালয়ে যাতায়াত করে আসছিলেন, সেই রাস্তাটি সম্প্রতি এক প্রভাবশালী ইউপি সদস্য নিরেন চন্দ্র রায় ও নরেশ চন্দ্র জোরপূর্বক কেটে ফেলে সেচ পাইপ বসান। এতে শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচল এক প্রকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ৫টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, শোভারানী বলেন, আমরা ছোটলোক, গরিব মানুষ। আমাদের একমাত্র চলাচলের রাস্তা কেড়ে নেওয়া হলো। আমাদের প্রশ্ন এই দেশে কি আমাদের কোনো অধিকার নেই? দিপু রায় বলেন, আমাদের এই এলাকার ছাত্র ছাত্রী রয়েছে। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম। কিন্তু বর্তমানে রাস্তাটি উপর দিয়ে ড্রেন কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি ড্রেন কারণে ভেঙ্গে যাচ্ছে বর্ষাকালে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় ।
একই এলাকার কৃষকরা বলেন, আমাদের ধান, ভুট্টা সব এই রাস্তা দিয়ে বাজারে নিয়ে যেতাম। এখন মাথায় তুলে কাদা ও ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে হয়। যার ফলে অনেক সমস্যায় পড়তে হয়। সেই সাথে বর্ষাকালে কোন যানবাহন চলাচল করতে পারে না। স্থানীয় আরেক বাসিন্দা কাজল রায় বলেন, নিরেন রাস্তায় পানির সেচ পাইপ বসান। এতে কৃষিপণ্য পরিবহন, রোগী নেওয়া ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। বিকল্প পথ দুর্গম হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।
স্থানীয়দের কমলা কানু বলেন, এই রাস্তা ছাড়া তাদের কোনো বিকল্প পথ নেই। সরাসরি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তারা। অবিলম্বে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied