স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ব্যাটারীচালিত ভ্যান উল্টে সুধারানী রায়(৩৮) নামের এক যাত্রী নিহত হয়েছে। এ সময় স্বামী ও সন্তান আহত হয়। জানা যায়, স্বামী সন্তানদের নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পূজা দেখতে আসেন সুধা রানী। সোমবার(২৩ অক্টোবর) রাত ৯টার দিকে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন স্বামী সন্তানের সাথে। পথে ভ্যানটি কৈমারীর খামাদ সিংড়িয়া ব্রিজের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। সুধা রানী উপজেলার শৌলমারি সিংড়িয়া চাকলা এলাকার সুভাস চন্দ্র রায়ের স্ত্রী।
জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।