নিউজ ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে হংকং-এর বিপক্ষে শুরুতে লিড নেয় বাংলাদেশ। দারুণ এক ফ্রি কিকে গোল করেন হামজা চৌধুরী। কিন্তু প্রথমার্ধের শেষ বাঁশির আগে কর্ণার কিক থেকে গোল খেয়ে ১-১ ব্যবধানে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ম্যাচের ১৩ মিনিটে বাঁ-প্রান্তের বক্সের মুখে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে হংকং। ফ্রি কিক পেয়ে যায় বাংলাদেশ। জোরের ওপর শট নেন প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা। হংকং ফুটবলারের মাথা আলতো ছুঁয়ে হংকং গোলরক্ষকের হাতের ওপর দিয়ে জালে চলে যায় বল।
প্রথমার্ধে হংকংকে ওই গোল শোধ করার খুব একটা সুযোগ দেয়নি বাংলাদেশ। বরং লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তা যেমন কাজে লাগাতে পারেনি। তেমনি ৪৯ মিনিটে কর্ণার কিক গোলের বাইরের লাইন থেকে বিপদমুক্ত না করে হেড করে ভেতরে পাঠান ফাহিম। একাধিক মাথা ঘুরে ফাঁকায় পেয়ে হংকং বাংলাদেশের জালে পাঠিয়ে দেয় বল।
বাংলাদেশ হংকং-এর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কানাডা প্রবাসী ফুটবলার শোমিত সোমকে রাখেননি কোচ হাভিয়ের ক্যাবরেরা। শেখ মোরসালিন এবং হামজা আছেন শুরুর একাদশে। নেতৃত্বের আর্মব্যান্ড আছে সোহেল রানার বাহুতে।