আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

প্রয়োজনে আবারও লড়াইয়ে নামব : সারজিস আলম

রবিবার, ২৯ জুন ২০২৫, রাত ০১:৫৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে গিয়ে হুংকার দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বললেন, দেশ ও জনগণের জন্য প্রয়োজনে তারা আবারও লড়াইয়ে নামবেন। গতকাল ইসলামী আন্দোলনের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই বার্তা দেন সারজিস। এ সময় তিনি আগামীর বাংলাদেশের প্রশ্নে খুনিদের বিচার ও সংস্কারের প্রশ্নে সব মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। বলেন, ‘খুনিদের বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন ওই খুনি হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না। যত নেতাই ওঠে দাঁড়াতে চেষ্টা করুক না কেন, কেউ পারবে না।’ সারজিসের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন বিদেশে বসে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। কারও প্রপাগান্ডায় আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশ এগিয়ে যাবে।’ সারজিস বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যারা সামনে ছিলাম, কোনো দল বা ব্যক্তিকে সামনে রেখে কেউ দাঁড়াতে পারবে না। জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক সমাবেশ করব, কিন্তু জনগণের ভোগান্তি যেন না হয়, সেটা মনে রাখতে হবে। আগেও এখানে সমাবেশ হয়েছে। কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিষ্কার করা হয়েছে। এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম।’ আগামী জাতীয় নির্বাচন যেন পিআর পদ্ধতিতে হয়, সেই দাবি নিয়ে জোরেশোরে জাগতে হবে বলেও এ সময় উল্লেখ করেন সারজিস। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে কেউ যেন টার্গেট কিলিংয়ের শিকার না হয়। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন ওই খুনি হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না।’

মন্তব্য করুন


Link copied