আর্কাইভ  শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫ ● ২১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
রংপুর ও লালমনিরহাটে বাল্যবিয়ে জাতীয় হারের চেয়ে ৮.৮ শতাংশ বেশি

রংপুর ও লালমনিরহাটে বাল্যবিয়ে জাতীয় হারের চেয়ে ৮.৮ শতাংশ বেশি

ঢাকায় আসছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন জোবাইদা রহমান

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

ফেসবুকে আবার ফিরছে পুরনো ‘পোক’ ফিচার

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:২১

Advertisement

নিউজ ডেস্ক: ফেসবুক আবার ফিরিয়ে আনছে একসময়ের জনপ্রিয় ‘পোক’ ফিচার। ২০১০-এর দশকে এই ফিচারটি দারুণ জনপ্রিয় ছিল। তখন অনেকেই বন্ধুদের মজা দেওয়া, বিরক্ত করা কিংবা আলাপ শুরু করার জন্য ‘পোক’ করতেন।

 তবে সময়ের সঙ্গে এর ব্যবহার কমে যায় এবং ধীরে ধীরে মানুষ প্রায় ভুলেই যায় ফিচারটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা আবারও এই ফিচারকে সহজভাবে ব্যবহারযোগ্য করছে। এখন মোবাইল অ্যাপ থেকেই সরাসরি ‘পোক’ করা যাবে।

ব্যবহারকারীর প্রোফাইলের মেসেজ বাটনের পাশেই থাকবে নতুন ‘পোক’ বাটন। তবে শুধুমাত্র ফেসবুক বন্ধুদেরই ‘পোক’ করা যাবে, অপরিচিতদের নয়। মজার বিষয় হলো, এখন আলাদা একটি পেজে ব্যবহারকারীরা দেখতে পাবেন কে কতবার তাকে ‘পোক’ করেছে।

এতে চাইলে বন্ধুর সঙ্গে একধরনের ধারাবাহিকতা বা স্ট্রিক (একটানা পাল্টা দেওয়া) বজায় রাখা যাবে। ফেসবুক কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, পোক আসলে কখনো পুরোপুরি হারায়নি, তবে এবার আরও বড় আকারে ফিরে আসছে।

২০১০-এর দশকে ফেসবুক বেশ পরীক্ষামূলক ও মজাদার অনেক ফিচার চালু করেছিল। যেমন, ‘চেক-ইন’ ফিচার আসলে ছিল কোনো জায়গায় নিজের উপস্থিতি জানানোর জন্য, কিন্তু অনেকেই সেটিকে মজার ছলে ব্যবহার করতেন। 

‘পোক’ ফিচারও ব্যবহারকারীদের কাছে হয়ে উঠেছিল বন্ধুদের সঙ্গে খুনসুটি কিংবা আলাপ শুরু করার সহজ উপায়। যদিও এর সঠিক উদ্দেশ্য কখনোই স্পষ্ট করে জানায়নি ফেসবুক। দীর্ঘদিন পর সেই পুরনো ফিচারকে আবার ফিরিয়ে এনে ফেসবুক এখন ব্যবহারকারীদের নস্টালজিয়ার (পুরনো স্মৃতি মনে করানো অনুভূতি) সুযোগ দিতে চাইছে।

মন্তব্য করুন


Link copied