আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল: আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরে ‘বই দেখছে’ পুলিশ

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, দুপুর ০১:০৮

Advertisement

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি মসজিদের ইমান-মুয়াজ্জিন ও যুবলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করতে আইনের বই দেখা হচ্ছে বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। 

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম ও চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য মো. আবদুল করিম।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামে মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা। সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পরে মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি স্থানীয় প্রশাসনের নজরে আসলে অভিযানে নামে পুলিশ।

পরে রাত ৯টার দিকে সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং স্থানীয় যুবলীগ কর্মী করিমকে আটক করে পুলিশ।

আটক তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা জানিয়ে আজ শনিবার সকালে পুলিশ কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, ‘আমরা আইনের বই দেখছি (সিআরপিসি (CRPC) বা ফৌজদারি কার্যবিধি)। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছি। আটক তিনজনের বিরুদ্ধে কী মামলা দেওয়া হবে তা ১টার আগে বলতে পারছি না।’ 

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এ ধরনের কর্মসূচির প্রতিবাদে রাতে চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন


Link copied