আর্কাইভ  শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫ ● ৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
শরতেই ঘন কুয়াশায় ঢাকা পড়লো পঞ্চগড়

শরতেই ঘন কুয়াশায় ঢাকা পড়লো পঞ্চগড়

ভারী বৃষ্টিপাতে ফের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

ভারী বৃষ্টিপাতে ফের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

ভয়ংকর স্মার্টফোন অনলাইন গেমিংয়ে তীব্র আসক্তি শিশু-কিশোররা

জড়িয়ে পড়ছে সাইবার অপরাধেও
ভয়ংকর স্মার্টফোন অনলাইন গেমিংয়ে তীব্র আসক্তি শিশু-কিশোররা

সরকার মাথা নত করায় আন্দোলনে জামায়াত

বিভাগীয় সমাবেশ ও বিক্ষোভ
সরকার মাথা নত করায় আন্দোলনে জামায়াত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ০৪:১০

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

সংযুক্ত আরব আমিরাতে চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন। 

ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদন মতে, আমিরাত কর্তৃপক্ষের ভিসা নিষেধাজ্ঞা পড়া দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন ও বাংলাদেশ। এই দেশগুলোর নাগরিকদের বর্তমানে পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে।
 
আমিরাতের অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাচাই-বাছাই করা হবে না।
 

হঠাৎ কেন এই ভিসা নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই ভিসা নিষেধাজ্ঞার কারণ বিস্তারিত জানায়নি। তবে একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নেতিবাচক কূটনৈতিক সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালার মতো বিষয়গুলো রয়েছে। 
 
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

মন্তব্য করুন


Link copied