স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। শনিবার(১৪ ডিসেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন,‘সরকারের বিভিন্ন উপদেষ্টা নানা রকমের কথা বলছেন। কেউ বলছেন রাজনীতিবীদরা ৫৩ বছরে কোনো সংস্কার করতে পারে নি। যদি সংস্কার নাই করতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো ? এই যে অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা কে আনলো; রাজনীবিদরাই তো এনেছে। সেজন্যই তো আজকে আপনাদের মত লোকেরা ক্ষমতায় এসেছে। বাংলাদেশের যতটুকু সংস্কার হয়েছে রাজনীতিবিদারাই করেছেন। ঠিক আছে রাজনীতিবীদরা ফেইল করেছে, আপনারা করেন। শুধু বড় বড় কথা বললেই হবে না। মানুষতো আপনাদের কাজও দেখতে চায়’।
তিনি আরও বলেন, ‘এই সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটাকে একটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। প্রথমত, যাতে মানুষ মনে করে আগে খুব খারাপ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি । দ্বিতীয়ত, সরকার কিছু সংস্কারমূলক কাজ করবে, কিছু বৈষম্য ও অসুবিধা যেখানে যেখানে আছে সেগুলো সমাধান করবে। তৃতীয়ত, একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। আমরা যেহেতু বলছি এতোদিন ভোট দিতে পারি নাই, অযোগ্য লোকেরা নির্বাচিত হয়। এই জায়গায় এসে একটি নতুন ধারনা তৈরি হবে যে, যারা যোগ্য, যারা ন্যায়বান, যারা সঠিক রাজনীতি করে তারাই নির্বাচিত হবে। এটাই হচ্ছে এই সরকারের দায়িত্ব’।
সরকারকে সতর্ক করে তিনি বলেন,‘এই সরকার যদি তাদের দায়িত্বটা পালন করতে না পারে, তারা যদি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে না পারে। জনগণ যদি দেখে আগে যা ছিল এখনও তা আছে। আগেও আলুর দাম যা ছিল, এখনও তাই আছে, রেজিস্ট্রি অফিসে ঘুষ নিতো, এখনও তা দিতে হয়। ট্রেন লেট হয়, বাসের যানজট হয়, ঈদের সময় টিকিট পাওয়া যায় না। সংস্কারের কোনো দেখা নেই, নির্বাচনেরও কেনো দেখা নাই। তাহলে এই সরকারের জনপ্রিয়তা থাকবে না। ধীরে ধীরে এই সরকারের ওপর জনগণ আস্থা হারাবে, গ্রহন যোগ্যতা হারিয়ে যাবে। যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া দরকার সেই জিনিসটাকে গুরুত্ব দেন’।
ওই মতবিনিময় সভায় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত দল প্রতিষ্ঠার উদেশ্য ব্যাখা করে বলেন, আমাদের রাজনীতির মূল কথা হচ্ছে আমরা একটি নতুন প্রজন্মের রাজনীতি করতে চাই। যে রাজনীতি হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। যে রাজনীতির কেন্দ্রে থাকবে জনগণ ও তাদের অধিকার। এই অধিকার-বঞ্চনার যে জায়গাগুলো আছে সেগুলো নিয়েই আমাদের পুরো রাজনীতি’।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাছেদ, সহকারী সদস্য সচিব আবু হেলাল, নীলফামারী জেলা এবি পাটির আহ্বায়ক মাওলানা লিয়াকত আলী, সদস্য সচিব আলতাফ হোসেন, এবি পার্টির দিনাজপুর জেলার আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ।
বিকালে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বকৃতা দেন নেতৃবৃন্দ।