পাকিস্তানে আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের ঘোষিত এই দলে রাখা হয়নি অভিজ্ঞ ওপেনার লিটন দাসকে। এছাড়া জল্পনা-কল্পনায় জল ঢেলে রাখা হয়নি সাকিব আল হাসানকেও। টুর্নামেন্টে যথারীতি অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের স্কোয়াড–
তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।