আর্কাইভ  বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ডাকসু নির্বাচন ২০২৫
ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

ডাকসু নির্বাচন
ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

জগন্নাথ হলে বিপুল ভোট পেলেন আবিদ, তলানিতে ছাত্রশিবির

বিএনপির মনোনয়ন চায় চারজন অন্যদলগুলোর একক প্রার্থী

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:৫৫

Advertisement

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর এবং গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গঠিত গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চারজন। তারা হলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমির ড. জাহাঙ্গীর আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। এ ছাড়া এনসিপি থেকে মনোনয়ন চাইবেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামী লীগ শাসনামলে রাজপথে থেকে বিএনপিও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করায় কারাবরণ করেছি। দলের হাইকমান্ড আমাকে ধানের শীষ প্রতীক দেবে বলে আমি আশাবাদী।

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলাম বলেন, আমার ওপর অর্পিত রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং করছি। আমি ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ বলেন, দলের নির্দেশনা সবসময় মেনে চলেছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার বলেন, দলের প্রয়োজনে সবকিছুই করেছি। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। জামায়াতে ইসলামীর প্রার্থী ড. জাহাঙ্গীর আলম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত এলাকা গড়তে চাই। যেখানে সব নাগরিক তার অধিকার ভোগ করতে পারবে। উল্লেখ্য, এ আসনে এবার মোট ভোটার ৫ লাখ ২৬ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৭০৪ ও মহিলা ২ লাখ ৬৭ হাজার ৫৯ জন।

মন্তব্য করুন


Link copied