নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ নির্বাচনকে কেন্দ্র করে বেশ উদ্দীপনা দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। এ কারণে গত কয়েক মাস ধরেই দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের জনসংযোগ ও সক্রিয়তা বাড়িয়েছেন। সম্ভাব্য প্রার্থীরাও তাদের নিজ নিজ নির্বাচনি এলাকায় কাজ করে গেছেন। কিন্তু এদিন বিএনপি মহাসচিব ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীরা নাম ঘোষণা করলেও, তাতে জায়গা পাননি জাতীয়তাবাদী সমর্থ্যক শোবিজ ইন্ডাস্ট্রির কোনো তারকা।
আসন্ন এ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেক শোবিজ তারকা। তারাও রীতিমত কাজ শুরু করেছিলেন। এর মধ্যে যাদের নিয়ে বেশ আলোচনা ছিল, তাদের মধ্যে অন্যতম সংগীতশিল্পী বেবী নাজনিন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
এছাড়াও বিভিন্ন সময় আলোচনায় ছিলেন বাংলা সংগীতের যুবরাজ খ্যাত তারকা আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, অভিনয়শিল্পী হেলাল খান ও খল-অভিনেতা শিবা সানু। কিন্তু এদিন সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলে, কোথাও তাদের নাম পাওয়া যায়নি।
এর আগে ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন গায়িকা বেবী নাজনীন। কিন্তু এবার তার নাম ঘোষণা করেনি বিএনপি। এবার আসনটি থেকে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল গফুর সরকার।
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মনির খান গান ও সংগীতে সমানতালে ব্যস্ততা কাটিয়ে থাকেন। নির্বাচন ছাড়াও বিভিন্ন সময় ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের মানুষের সঙ্গে সময় কাটিয়ে থাকেন তিনি। এবার আসনটি থেকে প্রার্থী হিসেবে বেশ আশাবাদী ছিলেন এ গায়ক। কিন্তু তাকে সম্ভাব্য প্রার্থী না করে বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানের নাম।
এছাড়া ২০১৮ সালে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির হয়ে মনোনয়ন পেয়েছিলেন গুণী সংগীতশিল্পী কনকচাঁপা। এবার আসনটি থেকে কারও নাম ঘোষণা করেনি দলটি।
এদিকে রাজনীতি বৌদ্ধারা মনে করছেন, এটি বিএনপির চূড়ান্ত তালিকা নয়, সম্ভাব্য তালিকা। আবার কিছু আসন ফাঁকা রয়েছে। সেসব ফাঁকা আসনে জোটের প্রার্থী এবং দলীয় নতুন প্রার্থী দেয়া হতে পারে। তখন হয়তো শিল্পী-তারকাদের নাম বিবেচনায় নিতে পারে বিএনপি।