আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

যেভাবে হত্যা করা হয় আবরার ফাহাদকে

আবরার হত্যার ছয় বছর
যেভাবে হত্যা করা হয় আবরার ফাহাদকে

‘আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ’

আদালতে দীপু মনি
‘আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ’

বিকেএসপির আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দায়িত্ব পেলেন যবিপ্রবির দুই কর্মকর্তা

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:৫১

Advertisement

ক্রীড়া  ডেস্ক :  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় খেলা পরিচালনার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীর চর্চা শিক্ষা দপ্তরের দুই কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রতিযোগিতায় দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত দুই কর্মকর্তা। ৬ষ্ঠ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় টাইম কিপারের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ হেল কাফি ও ভিজ্যুয়াল জার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন একই দপ্তরের ফিজিক্যাল ইন্ট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর।

৬ষ্ঠ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় টাইম কিপারের দায়িত্ব পেয়ে যবিপ্রবি শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ হেল কাফি বলেন, আন্তর্জাতিক খেলায় এ ধরনের দায়িত্ব পাওয়া সত্যিই অনেক আনন্দের। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটি সততার সাথে পালন করে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম অক্ষুণ্ন রাখার চেষ্টা করবো। আমার বিশ্ববিদ্যালয়কেও দেশ-বিদেশে পরিচিতি করে তুলবো।

উক্ত প্রতিযোগিতায় ভিজ্যাুয়াল জার্জের দায়িত্ব পাওয়া বিশ্ববিদ্যালয়ের উক্ত দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, এ ধরনের দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত। খেলাধুলার মাধ্যমে আগে যেমনভাবে দেশবিদেশে বিশ্ববিদ্যালয়কে পরিচিতি করে তুলেছি। এই দু-দিন যথাযথ দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের সুনামকে আরো উপরে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৫ ৬ষ্ঠ বিকেএসসি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিকেএসসি দল, বাংলাদেশের ৮টি বিভাগীয় দল এবং বিদেশী অ্যাথলেটিক্স দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে।

মন্তব্য করুন


Link copied