আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, দুপুর ০১:৫২

Advertisement

অনলঅইন ডেস্ক : মামলা কার্যতালিকায় ওঠা নিয়ে দুর্নীতি-অনিয়মের অভিযোগ কেন্দ্র করে এজলাসে আইনজীবীদের সঙ্গে একজন বিচারপতির বাগ্বিতণ্ডা হয়েছে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে ২৯ জন আইনজীবী লিখিত অভিযোগও দেন। হাই কোর্টের বিচারপতি মো. আতাউর রহমান খানের বিরুদ্ধে এজলাসে আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আমলে নিয়ে হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ভেঙে দিয়ে তা পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান বিচারপতির কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হাই কোর্ট বিভাগের মূল ভবনের ৭ নম্বর এজলাসে অবকাশকালীন এখতিয়ারাধীন আদালতে শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সকালে মেনশনের সময় আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন। আদালতকে সম্মানের সঙ্গে এপোলজি প্রার্থনা করে তিনি বলেন, ‘মাননীয় আদালত আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমতো দৈনিক কার্যতালিকায় দেননি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’ উত্তরে বিচারপতি মো. আতাউর রহমান খান ওই আইনজীবীর প্রতি ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে, আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে।

 

আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেব।’ এ সময় আদালতে অবস্থানরত আইনজীবীরা বিষয়টির তীব্র প্রতিবাদ করলে তিনি এজলাস ত্যাগ করেন। পরে বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ভেঙে দিয়ে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে বেঞ্চটি পুনর্গঠন করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন


Link copied