আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

বেরোবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লোকপ্রশাসন বিভাগ

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, বিকাল ০৫:৩১

Advertisement Advertisement

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: ‘বাল্যবিবাহ রুখবো, সম্ভাবনার আগামী গড়বো’ প্রতিপাদ্য এবং ‘যুক্তির মিছিলে ভাঙি মগজের কারফিউ’ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম আন্তঃবিভাগ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় ৭-০ ব্যবধানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লোকপ্রশাসন বিভাগ।
 
শনিবার (২৫ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের দক্ষিণ সড়কে এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগ অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফার সঞ্চালনায় ও বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, আরডিআরএস বাংলাদেশের কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান এনামুল হক, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের জননী প্রকল্প পরিচালক ডা.যতন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড.হাসিবুর রশীদ বলেন, একাডেমিক শিক্ষার বাইরে কো-কারিকুলাম এক্টিভিটিসের একটি অন্যতম অংশ হলো বিতর্ক চর্চা। বিতর্ক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান-ধারণা তৈরির পাশাপাশি উপস্থাপনা, চিন্তার প্রসার, ভাষাগত দিকসহ বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে। বিতর্ক যেন উৎসবে পরিণত হয়েছে। এই রকম উৎসবে পরিণত হবে তা ভাবিনি।

তিনি আরো বলেন, যুক্তি চর্চা শিক্ষার্থীদের সামগ্রিক মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভ‍ূমিকা পালন করে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আগামীতে অব্যাহত থাকবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন


Link copied