আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

ব্যক্তিজীবনের অনুভূতি নিয়ে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, রাত ০৮:৩০

Advertisement

নিউজ ডেস্ক: নিজের ভাবনা প্রকাশে বরাবরই স্পষ্টভাষী অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তি কিংবা সমাজ সব বিষয়ে অকপটে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এবার ফেসবুকে এক দীর্ঘ আবেগঘন পোস্টে নিজের জীবনের কিছু গভীর অনুভূতি, উপলব্ধি ও ভাঙনের গল্প শেয়ার করলেন এই অভিনেত্রী। ফারিয়া লেখেন, জীবন যেন এক অদ্ভুত খেলার নাম যেখানে কখনো ধৈর্য, কখনও সহ্যশক্তি আবার কখনও বিশ্বাসের পরীক্ষা নেয়। কেউ সহজেই পুরস্কার পায়, আর কেউ বারবার আগুনে পোড়ে। হয়তো আল্লাহ আমাদের ভিন্নভাবে ভালোবাসেন, তাই আমাদের বারবার পরীক্ষা নেন।

ভালোবাসা আর জীবনের সংজ্ঞা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, আমার কাছে সুখ মানে ভালোবাসা—পরিবারের, বন্ধুদের, এমনকি অপরিচিতের, আর কারো খুব বিশেষ কারো কাছ থেকে পাওয়া ভালোবাসা। পাড়া-গলির খাবার, সস্তা জামা, মুদি দোকানের বাজার—এই নিয়েই আমার জীবন। আমি সাদাকে সাদা, কালোকে কালো ভাবি। ধূসর রঙে নিজেকে মানিয়ে নিতে পারি না।

তবে এত সরল জীবনযাপনেও তার হৃদয় খুঁজে ফেরে জটিল এক জিনিস—ভালোবাসা। এমন একজন, যে ঘণ্টার পর ঘণ্টা তার গল্প শুনবে, বিতর্ক করবে ইতিহাস বা সিনেমা নিয়ে, আর তার ত্রুটিসহ তাকে গ্রহণ করবে। ফেসবুকে এক দীর্ঘ আবেগঘন পোস্টে নিজের জীবনের কিছু গভীর অনুভূতি, উপলব্ধি ও ভাঙনের গল্প শেয়ার করলেন শবনম ফারিয়া। ছবি: অভিনেত্রীর ফেসবুক

প্রেম-বিচ্ছেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লিখেছেন, সত্যিকার ভালোবাসা আমার জীবনে এক বড় হতাশা। পেছনে তাকিয়ে এখন হাসি পায়—আমি কাদের পছন্দ করতাম। হয় তারা আত্মমগ্ন, নয়তো আবেগহীন। হয়তো আমি বই আর কোরিয়ান নাটক দেখে এক কাল্পনিক চরিত্রে প্রেমে পড়ে গেছি, যার বাস্তবে কোনও অস্তিত্বই নেই। তবুও এক গভীর আশায় ফারিয়া। সেই আশার কথা পোস্টের শেষে তিনি বলেন,   হয়তো একদিন সেই মানুষটি আসবে, যে শুধু কথা বলবে না, মন দিয়েও শুনবে। 

প্রসঙ্গত, শবনম ফারিয়া ছোটপর্দার জনপ্রিয় মুখ। সিনেমাতেও দাপুটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মিসির আলি সিরিজের এই সিনেমায় তার চরিত্রটি দর্শক-সমালোচক সবার কাছেই প্রশংসিত হয়। 

নিজের মতো করে জীবনের গল্প বলে চলা এই অভিনেত্রী আবারও প্রমাণ করলেন—তিনি শুধু পর্দার নায়িকা নন, বাস্তব জীবনেও সাহসী ও সংবেদনশীল একজন মানুষ।

মন্তব্য করুন


Link copied