আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র নিউজ-কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করতে রিট

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, বিকাল ০৫:২৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এবং এই চ্যানেলের নিউজ ও কন্টেন্ট বাংলাদেশে নিষিদ্ধ ও ব্লক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে তথ্য সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটের মধ্যে উল্লেখ করা হয়েছে, "রিপাবলিক বাংলা" একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল যা স্যাটেলাইট টিভি সম্প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব ও ফেসবুকে তাদের নিউজ ও কন্টেন্ট প্রচার করে। তবে, অভিযোগ করা হয়েছে যে, এই চ্যানেলটি বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে অপতৎপরতা করছে। এছাড়া, চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগও করা হয়েছে। 

রিটের দাবি অনুযায়ী, ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলটি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে। 

এছাড়া, রিটে আরও বলা হয়েছে যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। রিটে বাংলাদেশে চ্যানেলটির সকল নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ করে তা ব্লক করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে আগেও আইনজীবী মাহমুদুল হাসান সরকারের কাছে নোটিশ পাঠান, তবে যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চ্যানেলের কনটেন্ট ব্লক না করার কারণে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটের শুনানি শীঘ্রই হাইকোর্টের কোর্ট-২০ (বিজয়) এ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী মাহমুদুল হাসান।

মন্তব্য করুন


Link copied