আর্কাইভ  শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫ ● ২১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন

আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন

রংপুর বিভাগের ৩ জেলা সহ ১৮ জেলার ১০৫টি পয়েন্ট মাদকের প্রধান রুট

রংপুর বিভাগের ৩ জেলা সহ ১৮ জেলার ১০৫টি পয়েন্ট মাদকের প্রধান রুট

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর লাগবে না জিডি

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর লাগবে না জিডি

ভোটের হাওয়া

মাঠে বিএনপির তিন হেভিওয়েট জামায়াতসহ অন্যদের একক প্রার্থী

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:০৪

Advertisement

নিউজ ডেস্ক: মাগুরা মহম্মদপুর উপজেলার সাতটি ইউনিয়ন, শালিখা উপজেলার সাতটি ইউনিয়ন ও সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে মাগুরা-২ নির্বাচনি আসন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক (কাজী কামাল) ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মনোনয়নের জন্য তৎপরতা চালাচ্ছেন। এ তিন হেভিওয়েট ছাড়াও আসনটিতে জামায়াতে ইসলামীর জেলা আমির এম বি বাকের, ইসলামী আন্দোলনের জেলা আমির মুফতি মোস্তফা কামাল ও এনসিপির জেলা সভাপতি ইমরান নাজির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা সবাই ভোটের জন্য ব্যাপক গণসংযোগ করছেন। রাজনৈতিক সূত্রগুলোর তথ্যানুযায়ী, এ আসনে প্রকাশ্যে বিএনপির দুটি গ্রুপ আছে। একটি গ্রুপের নেতৃত্বে আছেন নিতাই রায় চৌধুরী। অন্যটিতে আছেন কাজী সালিমুল হক (কাজী কামাল) ও রবিউল ইসলাম নয়ন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এই তিনজনই নির্বাচনি এলাকায় সভা-সমাবেশসহ গণসংযোগ করছেন। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই তিন নেতারই ব্যক্তিগত সম্পর্ক ভালো। এ কারণে মনোনয়নের ক্ষেত্রে প্রত্যেকেই আশাবাদী। ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী রবিউল ইসলাম নয়ন বলেন, এ আসনের সাধারণ মানুষ আমাকে তাদের নিজের মানুষ হিসেবে মনে করে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার তৃণমূল পর্যায়ের থেকেই চাচ্ছেন আগামী নির্বাচনে দল যেন আমাকে মনোনয়ন দেয়।

এ নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমানকে এ আসনটি উপহার দিতে চাই। আমি নির্বাচিত হতে পারলে হিন্দু-মুসলিম ভেদাভেদ থাকবে না। সবার মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কাজসহ আমার নির্বাচনি এলাকা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সঙ্গে সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি, মাদকসহ সব ধরনের অত্যাচার-অনাচারমুক্ত এলাকা গড়ে তোলার চেষ্টা করব। যা অন্যদের নিকট অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

আসনটিতে মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকের দলীয় নেতা-কর্মী নিয়ে ব্যাপক নির্বাচনি কর্মকা চালাচ্ছেন। তিনি মনে করেন এ আসন থেকে তিনিই বিজয়ী হবেন। অন্যদিকে সাবেক ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামালকে দলীয় প্রার্থী হিসেবে পীর সাহেব রেজাউল ইসলাম নোমানী ময়দানের জনসভায় জনতার সামনে পরিচয় করে দেন। মোস্তফা কালাম জানান, ২০০৮ সালের নির্বাচনে তিনি এ আসন থেকে একটি সম্মানজনক ভোট পেয়েছিলেন সে কারণে ইসলামী জোট হলে তিনি হবেন এ আসনের ইসলামী জোটের প্রার্থী।

মন্তব্য করুন


Link copied