আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন হাসিনাপুত্র জয়, এখনও রয়েছেন ভারতে

বুধবার, ১১ জুন ২০২৫, দুপুর ১১:৫৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদ-উল- আজহার আগেই ভারতে এসেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, জয় মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন। এখনও তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেয়ার পর এই প্রথম পরিবারের কারও সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বর্তমানে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেফ হাউসে রয়েছেন।  

বিভিন্ন সূত্রে জানা গেছে, জয়ের বর্তমানে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনও পরিকল্পনা নেই। তার সফরসূচির বিস্তারিতও জানা যায়নি।  জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ভারতে আসার জন্য জয় তড়িঘড়ি মার্কিন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংগ্রহ করেছেন। ভারতে আসার জন্য ভারতীয় ভিসার আবেদন করে তা পেয়ে  যান তিনি।  হাসিনার সঙ্গে জয়ের দেখা করার বিষয়ে ভারত সরকারের থেকেও সবুজ সংকেত পাওয়ার কথা সূত্র মারফত জানা গেছে। এই ঈদ মিলনে হাসিনাকন্যা পুতুলও যোগ দিয়েছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি।পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে ২০২৩ সাল থেকে দিল্লিতে রয়েছেন। তবে হাসিনা ও পুতুল দিল্লিতে থাকলেও তাদের  মুখোমুখি দেখা হওয়ার কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি। 

গত মাসে জয় মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। অল্প সময়েই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান। জানা গেছে, গ্রিন কার্ড একজন ব্যক্তিকে আমেরিকার বাইরে ভ্রমণ করতে দেয় না। সজীব ওয়াজেদ জয়ের আমেরিকার বাইরে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। এক আওয়ামী লীগ নেতার মতে, বর্তমান বংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর বর্তমান পরিস্থিতিতে তাকে মার্কিন পাসপোর্ট নিতে হয়েছে। খবর-দৈনিক মানবজমিন

মন্তব্য করুন


Link copied