আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

মেডিকেল ভর্তি পদ্ধতিতে কোটা বহাল রাখার প্রতিবাদে নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, রাত ১০:৪৪

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ মেডিকেল ভর্তি পদ্ধতিতে কোটা বহাল রাখার প্রতিবাদে এবং অনতিবিলম্বে সকল ধরনের ভর্তি পরিক্ষায় কোটা প্রথা বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। 
এসময় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাইয়েদ গোলাম আজম ও সাঈদ ইসলাম। এছাড়া নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এখনো কোটার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তিতে সুযোগ দেওয়ার কোনো মানেই হয় না। এ কোটাকে কেন্দ্র করেই অনেক মানুষ জীবন দিয়েছে। কোনোভাবেই এই বৈষম্য মেনে নেওয়ার মতো নয়। আজকে মেডিকেলের ফল প্রকাশিত হয়েছে। পতিত স্বৈরাচার সরকারের মতো ছাত্রজনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে কোটায় ৪১ পেয়ে চান্স পেয়েছে অথচ ৭৫ নম্বর পেয়েও অনেকেই চান্স পায়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই এই কোটা প্রথা বাতিল করতে হবে। নতুন করে রিভিউ ফল প্রকাশ করতে হবে। এসময় তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ না করে দিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে। প্রয়োজনে আমরা ফের রাজপথে জীবন দেব। কিন্তু এই কোটা বাতিল করেই ছাড়বো। 
প্রসঙ্গত, এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়। 

মন্তব্য করুন


Link copied