আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

মেয়ের হত্যা বিচারের দাবিতে নীলফামারীতে পরিবারের বিক্ষোভ ও মানববন্ধন

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, রাত ০৮:৪৮

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ এক সন্তানের জননী আয়শা সিদ্দিকা বন্যার (২২) হত্যাকান্ডে জড়িত থাই জুয়ারী স্বামী আবু বক্কর সিদ্দিক বাদশা, দেবর রাজা ও তাঁদের পরিবারের সদস্যদের গ্রেফতার ও ফাঁসি দাবিতে নীলফামারী জেলা শহরের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মঙ্গলবার(১৬ জুলাই) বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল শেষে শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি চত্বরে আয়োজিত মানববন্ধনে বন্যার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় হত্যাকান্ডের শিকার বন্যার বাবা বেলাল আলী শাহ ফকির, মা আয়মা খাতুন, খালা শাহনাজ সায়রা ও চাচী নুর বানু বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
বক্তরা বলেন, আড়াই বছর আগে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ফকিরপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে বর্ণার বিয়ে হয় সৈয়দপুরের আবু বকর সিদ্দিক বাদশা। তাদের দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে বন্যা তার বাবার সাথে মোবাইলে কথা বলছিলেন এসময় হঠাৎ করে কল কেটে যায়। পরে পরিবারের লোকজন  যোগাযোগ করার চেষ্টা করলেও বর্ণার মোবাইলে আর  যোগাযোগ করতে পারেনি। মধ্যরাতে  প্রতিবেশীর মাধ্যমে তারা জানতে পারে মেয়ে মারা গেছে। পরে তারা ছুটে এসে তাঁর মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বন্যার  বাবার অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছে। তাই তিনি সৈয়দপুর থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ এ পর্যন্ত আসামী গ্রেপ্তার করেনি। 
সৈয়দপুর থানা ওসি শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামী আবু বক্কর সিদ্দিক বাদশা ও দেবর রাজাকে আটক করে থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়। এরপর থেকে পরিবারসহ তারা পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

মন্তব্য করুন


Link copied