আর্কাইভ  বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫ ● ৩ পৌষ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ফুল দেওয়ার প্রস্তুতি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ফুল দেওয়ার প্রস্তুতি

জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:৩৮

Advertisement

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম কোন দল থেকে নির্বাচন করবেন তা নিয়ে এখনও ধোয়াশা কাটেনি। তারা কোন দলে যুক্ত হবেন, নাকি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোট করবেন—এ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। 

গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল-বিএনপিতে যোগ দিয়ে আসিফ মাহমুদ ঢাকা-১০ এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করতে যাচ্ছেন। তবে আসন দুটিতে বিএনপি প্রার্থী দিয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদেও তাদের যোগ দেওয়া কথা উঠেছিল। তবে শেষ পর্যন্ত নিজেদের ‘ঘর’ হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টিতেই (এনসিপি) থিতু হতে পারেন তারা।তবে বিষয়টি নির্ভর করছে বেশ কয়েকটি ‘যদি’ র ওপর।

দলটির একাধিক শীর্ষ নেতা এবং মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। 

সূত্র বলছে, এই দুজনকে দলে ভেড়াতে আগ্রহী বিএনপি, এনসিপি এবং গণঅধিকার পরিষদ। রাজনৈতিক ময়দানে চাহিদা মাথায় রেখে হিসাব নিকাশ মেলাচ্ছেন আসিফ ও মাহফুজ।

ইতোমধ্যেই এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহফুজ ও আসিফের কয়েক দফায় আলোচনা হয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই এই দুই নেতার এনসিপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে যোগদানের আগে দলে নিজেদের পদমর্যাদা এবং সাংগঠনিক অবস্থান নিয়ে চলছে চূড়ান্ত পর্যায়ের দেনদরবার। আসিফ ও মাহফুজ দলে নিজেদের অবস্থান শক্ত করতে চান।

মাহফুজ ও আসিফ এনসিপিতে যোগ দিলে তাদের দায়িত্ব বা পদবি কী হবে, তা নিয়ে আলোচনা চলছে। যদি প্রত্যাশিত পদপদবি ও মর্যাদা পান তবেই কেবল তারা এনসিপিতে যাবেন। 

মন্তব্য করুন


Link copied