আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুর কমিউনিটি মেডিকেলে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, বিকাল ০৫:৪৪

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে এ উদ্বোধনী অননুষ্ঠিত হয়।

রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক নাজমুল আহসান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো আবদুল ওয়াদুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা শরিফুল ইসলাম, রংপুর উপ- পরিচালক স্বাস্থ্য ডা ওয়াজেদ আলী, রংপুর গ্রুপের উপ ব্যবস্হাপনা পরিচালক আশরাফুল আলম আল আমীন,সহ রংপুর কমিনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, উপ পরিচালক,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ  হৃদরোগ বিভাগের অধ্যাপক, ও অন্যান্য চিকিৎসক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার। 

ডা.আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন,আমাদের দেশে ৫২ বছর বয়সে হার্টের রোগের  স্বীকার হই।পাশের দেশগুলো ১০ বছর পর হার্ট এটাক হয়। এটার কারণ খাদ্যর ভেজাল।তাই আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতনতা বাড়াতে হবে। বর্তমানে ১৩৭ তম সেন্টার উদ্বোধোন হলো । তার মধ্যে ৫৬ টা ঢাকায় বলে জানন তিনি।ভাসকুলার সেন্টার, নিউরোলজিকাল বিভাগ করার তাগিদ দেন তিনি। 

রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক বলেন,রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে টেলিমেডিসিন সেবা শুরু করেছি।পাশাপাশি মা ও শিশু ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই সাথে হার্টের চিকিৎসার বিষয়ে  গবেষণা সেন্টার চালু করার ও ঘোষণা দেন তিনি

মন্তব্য করুন


Link copied